আগামীদিনের ভবিষ্যত নির্মাণে এগিয়ে আসতে হবে শিশুদেরকে: প্রফেসর মো. আবু জাফর চৌধুরী

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. আবু জাফর চৌধুরী বলেছেন, আজকের শিশুদেরকেই আগামীদিনের ভবিষ্যত নির্মাণে এগিয়ে আসতে হবে। লেখাপড়া করতে হলে সাধনা ও চেষ্টা কতে হবে। আমাদের সকলকে ভাল শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রত্যেক শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যদি সঠিকভাবে মূল্যায়ন করে শিক্ষাদীক্ষা, কাজ ও অভিজ্ঞতার মাধ্যমে তৈরি করা হয়, তবে তারা তৈরি হবে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে। সঠিক নেতৃত্ব দিয়ে তারা পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমাধানে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে।

তিনি আজ ২৫ ডিসেম্বর (বুধবার) সকাল ১০ টায় প্রতিষ্ঠান মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


চান্দগাঁও মডেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে চুমকী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক কামরুল হুদা বলেন, আগামী দিনের ভবিষ্যৎদের মধ্যে যদি আমরা আত্মবিশ্বাস তৈরি, আত্মবিশ্বাসী হয়ে ওঠার পরিবেশ তৈরি না করতে পারি, যদি তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ এবং আত্মসম্মানের বোধ জাগ্রত করতে না পারি। যদি তাদের সংবেদনশীল মানুষ হিসেবে গড়ে না তুলতে পারি, তাহলে এসব গালভরা বুলি আওড়ানোও আমাদের ছাড়তে হবে। ভাবতে হবে ভিন্নভাবে, বের করতে হবে নতুন পন্থা, নিতে হবে কার্যকরী ব্যবস্থা যাতে আমাদের আগামীদিনের ভবিষ্যৎ, আমাদের আগামী প্রজন্ম, তাদের কল্যাণ এবং প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা সর্বাবস্থায় আমাদের অগ্রাধিকার হিসাবে বিবেচিত হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, সংগঠক ও গীতিকার নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন নুরুল আলম চৌধুরী, মো. সেলিম, ডা. সাগর চন্দ্র দে, মো. শাহাবুদ্দিন, মো. ফয়সাল, মো. ইয়াকুব, ডা. ফারুক, সুমন দত্ত ও কাজল দাশ। শিক্ষকের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান, বীণা মোহন্ত, রিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস, লিমা আক্তার, পূর্ণিমা দাশ, তাহনিকা ইউসুফ, রোজি আক্তার ও শুভ্রা দে।

 

মন্তব্য করুন