নগর জামায়াতের পিএসকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি খোরশেদ আলম কর্তৃক নগর জামায়াতের শীর্ষ নেতার পিএসকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন আজ ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে সিএমইউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, আবদুল্লাহ মো. আদিল বলেন, শ্রমিক লীগের সভাপতি খোরশেদ আলম সম্প্রতি সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রামের সাতকানিয়ায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩৬ লাখ টাকা লুট নিয়ে কল্পকাহিনী উপস্থাপন করেছেন।

তিনি বলেন, শ্রমিক লীগের সভাপতি খোরশেদ আলম দাবী করেছেন ৫ আগষ্ট স্থানীয় জামিল সহ ২৫-৩০ জন তার প্রতিষ্ঠান লুট করে দোকানে আগুন জ¦ালিয়ে দেয়। লুটপাট চালায়। কিন্তু গত ২০২৩ সালের ২৯ আগষ্ট স্বৈরাচারী সরকার জামায়াত নেতা শাজাহান চৌধুরীর পিএস আরমানকে কারাগারে পাঠায়। আমাকে কারাগারে পাঠায়। ২০২৪ সালের ৮ আগষ্ট কারাগার থেকে বের হয়। তাহলে ৫ আগষ্ট কিভাবে কারাগার থেকে বের হয়ে দেখা জরল জামায়াত নেতার পিএস আরমান?

পতিত সরকারের সময় নিজের অপকর্ম ঢাকা দিতে গণমাধ্যমকর্মীদের ভুল তথ্য দিচ্ছেন দাবী করে তিনি এই ঘটনায় নিজের সম্পৃক্ততা নেই দাবী করেন। পাশপাশি নগর জামায়াতের শীর্ষ নেতার পিএসকে নিয়েও মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন বলেও দাবী করেন তিনি।

তিনি বলেন, শ্রমিক লীগ নেতা খোরশেদ দুদকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী লোহাগাড়া থানার সাবেক ওসি শাহজাহানের সাথে তার অবৈধ সম্পদ অর্জন ও ব্যবসায়ীক সহযোগী হিসেবে দুদকের মামলার আসামী।

জুলাই বিপ্লবে সে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্র-জনতার উপর হামলা করেছে, লোহাগাড়া উপজেলার মানিলন্ডারীং এর ১ নম্বর তালিকাভুক্ত।

সাবেক সাংসদ আবু রেজা নদভীর ভয় দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করা খোরশেদ আলমকে অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হোসেন, মো. জামিল, আবদুল জলিল, রিদুওয়ানুল হক সহ অন্যরা।

মন্তব্য করুন