
এ. কে. এম. নাজিম উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি প্রতিনিধি: উপজেলা ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এক সাংবাদিককে না পেয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তার কুশ পুত্তলিকা দাহ করেছে বলে জানা যায়। সম্প্রতি হাসনাবাদ গ্রামের জনৈক ব্যক্তিদের বিরুদ্ধে মাসিক ফটিকছড়ি সংবাদের সম্পাদক আহমদ আলী চৌধুরী এক মিথ্যা সংবাদ পরিবেশনের কারনে ওই এলাকার ২ পক্ষের মধ্যে মারামারি ও উত্তেজনা সৃষ্টি হয়।
উক্ত ঘটনায় ৩ জন গুরুতর আহত হওয়ায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসানাবাদ এলাকাবাসী উক্ত সাংবাদিক কে পেলে জানে-প্রানে মেরে ফেলার হুমকি দিয়েছে।
উপরোক্ত বিষয়ে দাঁতমারা ইউপি চেয়ারম্যানকে না পাওয়ায় ইউপি সদস্য কামাল উদ্দীন ও বিশিষ্ট সাংবাদিক মো: ইউনুছের কাছে জানতে চাইলে তারা জানান, সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করে একপেশে মিথ্যা সংবাদ প্রকাশিত করায় ২ পক্ষের মধ্যে ক্ষুদ্ধ হয়ে মারামারি ও অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয়েছে। ক্ষুদ্ধ জনতা ঐ সাংবাদিককে বাগে পেলে কি যে করবে বলা যাচ্ছেনা বলে তারা অভিমত ব্যক্ত করেছেন।