
নিউজগার্ডেন ডেস্ক: খাজা রোড সাবানঘাটা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ‘এসো মিলি প্রাণের উৎসবে’ অনুষ্ঠান গতকাল রাত ১০ টায় সাবানঘাটা বড় পুকুর পাড়ে মুজিবদৌল্লাহর সভাপতিত্বে ও মাসুদুল হক সুমনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ¦ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কামরুল হুদা, সমাজসেবক রাইসুল ইসলাম টিটু, অধ্যাপক সেলিম উল্লাহ, চট্টগ্রাম মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক মো: জাফর, এডভোকেট মিজানুর রহমান।
বক্তব্য রাখেন মো: মনজুরুল আলম রানা, সালাহ উদ্দিন বেলাল, মো: হাসান মুরাদ, মো: বেলাল, আলাউদ্দিন, রাজীব, দিদার, মো: ফরিদ, মো: হোসেন, মো: মনসুর সহ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মানুষকে সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হয়। তাই মানুষের ভালো থাকার জন্য সমাজ ভালো থাকা শর্ত। সমাজ নষ্ট হয়ে গেলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। নষ্ট সমাজে মানুষের জানমালের নিরাপত্তা থাকে না। চারদিকে বিরাজ করে ভীতি ও আতঙ্ক। পারস্পরিক সৌহার্দ্য ও বিশ্বাস কমে যায়। সর্বত্র ছড়িয়ে পড়ে চুরি, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ধর্ষণ, হত্যা, দুর্নীতি ইত্যাদি জঘন্য অপরাধের মহামারি।
বক্তারা আরো বলেন, সন্তান আমার আপনার। তাদের ভবিষ্যত সুন্দর করার দায়িত্ব আপনার আমার। অন্য দেশের সংষ্কৃতি বা অন্য দেশের নাগরিকরা আমার আপনার সন্তানের মঙ্গল কি আপনার আমার চেয়ে বেশি কামনা করে? যদি উত্তর হা হয় তবে আমি বলবো আপনি বোকার স্বর্গে বাস করছেন। তাই আসুন, যা হয়েছে তো হয়েছে। ভবিষ্যতে যেন আমার আপনার সন্তান আমার আপনার মতো না হয়ে আরো ভাল, আরো সুন্দর, আরো নির্মল জীবন উপভোগ করতে পারে তার জন্য সচেতন হই।
বক্তারা বলেন, সুন্দর সমাজ গড়ে তোলার জন্য আমাদের সময় ও শ্রম সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এমন একটি সমাজ গঠন করতে হবে যেখানে অন্যায় হলে বিচারের মুখে আসতে হবে এবং গরিবদুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে সবাইকে। বাল্যবিবাহ যেমন দূর করতে হবে, ঠিক তেমনি টাকার অভাবে কোনো গরিব বোন বিয়ে হবে না, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। মানুষ আমরা, বাঁচতে হবে সমাজে, পরিষ্কার শিক্ষিত কল্যাণকর সমাজ গড়ে তুলতে আমার আপনার সামাজিক দায়-দায়িত্ব ভূমিকা অপরিসীম।