
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কর্মীদের যোগ্যতা অর্জন করতে হবে। পতিত স্বৈরাচারী সরকার দীর্ঘ ১৬ বছরে দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। জুলাই-২৪ বিপ্লবের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে এবং জনগণ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে জামায়াত ইসলামীর উপর আস্থা রাখছে। জনগণের এ আস্থা ধরে রেখে সমাজের সর্বস্তরে দাওয়াতী কাজ বাড়াতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দগাঁও থানার ৬ নম্বর পূর্ব ষোলশহর ( মধ্যম ও পশ্চিম) সাংগঠনিক ওয়ার্ডের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
চান্দগাঁও থানার ৬ নম্বর পূর্ব ষোলশহর মধ্যম সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আরিফ মাহমুদের সভাপতিত্বে ও ষোলশহর পশ্চিম সাংগঠনিক ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সিকান্দার মেহেদির সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা মিঞা মোহাম্মদ হুসাইন শরিফ, চান্দগাঁও থানার নায়েবে আমীর অধ্যাপক জসিম উদ্দিন, থানা অফিস সেক্রেটারি আব্দুল কাদের পাটোয়ারী, থানা প্রচার সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, ওয়ার্ড আমীর মোহাম্মদ মুজিবুর রহমান, ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ আব্দুল জাব্বার, বিশিষ্ট সমাজসেবক মাওলানা নুরুল হোসাইন, বিশিষ্ট ইসলামী আলোচক আব্দুল মালেক, দক্ষিণ সাংগঠনিক ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন, উত্তর সাংগঠনিক ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।