
নিউজগার্ডেন ডেস্ক: এসিআই হিল, দামপাড়ায় অবৈধ ব্যক্তি সৈয়দ জিয়াদ রহমান কর্তৃক মসজিদে তালামারা, ওয়াসার লাইন কেটে দেয়া সহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জরুরী ব্যবস্থা নিতে হবে।
সূত্র জানায়, এসিআই হিলের (ম্যানোলা হিল) নীচে ২২ জন দোকানদার দীর্ঘ ১ যুগ ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। দোকানদাররা দীর্ঘদিন ব্যবসা করার সময় নিজস্ব অর্থায়ন ও এসিআই হিলের স্বত্বাধিকারীর সহযোগিতায় স্ট্যান্ডার রোজ ভিলার সহায়তায় মসজিদ নির্মাণ করে ৫ ওয়াক্ত নামাজ পড়ে থাকে। কিন্তু অবৈধ দখলদারী জিয়াদ রহমান সন্ত্রাসীদের সহযোগিতায় দখল করার পর মসজিদে তালা মেরে দেয়া ছাড়াও তাদের শীতাতপ নিয়ন্ত্রনের এসিসহ ওয়াসার লাইন কেটে দিয়েছে।
ফলে দোকান মালিক কর্মচারী সহ ২০০ জন মুসলমানদের একমাত্র নামাজ ঘরে নামাজ পড়তে পারছে না। তদুপরি পানির অভাবে নিদারুণ কষ্ট পাচ্ছে। সভ্য সমাজে এ ধরনের আচরণ জঘন্য অপরাধ। এ কারণে মুসল্লী সমাজের মধ্যে দারুণ ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সংগঠন ‘সম্মিলিত পেশাজীবী পরিষদের সঙ্গে যোগাযোগ করে ক্ষোভ প্রকাশ করে কঠিন কর্মসূচী ঘোষণা করার জন্য চাপ প্রয়োগ করছে।
উক্ত অবৈধ ব্যক্তি (যার কোন ডকুমেন্ট নেই) দোকানদারদের প্রতিনিয়ত হুমকী, দোকানে তালা মেরে দেয়া ছাড়া জোরপূর্বক ভাড়া দেয়ার জন্য চাপ প্রয়োগ করছে। তাই অবিলম্বে উক্ত অবৈধ ব্যক্তির বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হচ্ছে।
কোতোয়ালী থানার সহকারী পুলিশ কমিশনার কর্তৃক প্রদত্ত রিপোর্টে এ ব্যাপারে ২২ জন দোকান মালিকের সুস্পষ্ট বক্তব্য লিপিবদ্ধ রয়েছে। এ ব্যাপারে জরুরী আইনগত ব্যবস্থা নিতে হবে। নতুবা এক সপ্তাহের মধ্যে মুসল্লীসহ বিভিন্ন ইসলামী সংগঠনকে নিয়ে সমাবেশ অবস্থান কর্মসূচী সহ কঠোর কর্মসূচী নেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন মুসল্লীরা।