জামায়াতের পাঁচলাইশ থানার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: তাফসীর মাহফিলের সফল বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে এক জরুরি দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় মসজিদে বেলালে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন থানার আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী।

থানার সেক্রেটারি মাওলানা মফিজুল হকের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য দেন পাঁচলাইশ থানা জামায়াতের নায়েবে আমীর সোলায়মান চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর কাজী আব্বাস আলী, এবং কর্মপরিষদ সদস্য জাহান উদ্দীন, সফিউল আলম মন্টি, ইঞ্জিনিয়ার আরিফ হোসেন ও আজিজুল হক। এছাড়াও বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ড সেক্রেটারি শহিদুল্লাহ তালুকদার, আব্দুল মালেক ও মাওলানা আবুল ফয়েজ।

সভায় তাফসীর মাহফিল শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীলদের মাঠে সক্রিয় থাকার নির্দেশনা প্রদান করা হয়। বৈঠকটি তাফসীর মাহফিলকে সফলভাবে বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমাপ্ত হয়।

মন্তব্য করুন