
লোহাগাড়া উপজেলা জামায়াতের উদ্যোগে আজ বুধবার অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
উপজেলা আমীর মাওলানা আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আনম নোমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সেলিম উল্লাহ, অধ্যাপক মুহাম্মদ হাসান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক জালাল আহমদ, মাওলানা হামিদুল হক, সাবেক ছাত্রনেতা তৈয়ব হোসেন, মুহাম্মদ আলী হোসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারি আসহাব উদ্দীনসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী সবসময় সর্বস্তরের মানুষের খোঁজখবর রাখেন। অসহায় মানুষ কষ্ট পাবে বলে সর্বদা তাদের প্রয়োজনে এগিয়ে আসেন। আজ শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য তাদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়া হয়। আগামী দিনেও যেকোন প্রয়োজনে জামায়াতের দায়িত্বশীলদের আপনাদের মনের কথা বলবেন। উনারা আপনাদের কল্যাণে সাড়া দিবেন। মানবতার কল্যাণে জামায়াতে ইসলামী সর্বদাই এগিয়ে আসবে, ইনশাআল্লাহ।