
পৌঁছেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ভালোবাসার উপহার!
শীতের কমপ্লিট স্যুয়েটার সেট বিতরণের পর গাজায় বাংলাদেশের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও আমেরিকার রেজিস্ট্রার্ড আশ ফাউন্ডেশন ইউ এস এ ইনক এর যৌথ উদ্যোগে এবার শুরু হয়েছে কম্বল বিতরণ করা হয়েছে
চলমান খাবার প্রোগ্রামের পাশাপাশি গাজার খান ইউনিসের আল মায়াউশির বিভিন্ন ক্যাম্পের ছোট বড় ২ শত মানুষের কাছে বিতরণ করা হয়েছে উন্নতমানের কম্বল।
এ বিষয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, গাজায় চলমান মানবিক কর্মসূচিতে অসহায় ভাই-বোনদের জন্য আপনাদের ভালোবাসায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের (অ্যাশ ফাউন্ডেশন) উদ্যোগে গত দেড় বছর ধরে গাজার খান ইউনিস ও আল মায়াউশির বিভিন্ন নানাবিধ গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের পর ক্যাম্পগুলোতে ইতোমধ্যে ফাউন্ডেশনের বানানো মসজিদ ও তাঁবু সংস্কারের কর্মসূচি সম্পন্ন হয়েছে। এখন চলছে শীত বস্ত্র ও কম্বল বিতরণের প্রোগ্রাম।
বাংলাদেশের মানুষের ভালোবাসায় সামর্থ্যের মধ্যে সর্বোচ্চটুকুন দিয়ে জরুরি পানি সরবরাহ, খাবার বিতরণ, তাঁবু নির্মাণ, টয়লেট স্থাপন, মসজিদ নির্মাণ, সোলার বিদ্যুৎ, শীত বস্ত্র বিতরণসহসহ নিয়মিত চলছে বিবিধ মানবিক কর্মসূচি চলছে বলেও জানান অ্যাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
গাজার নির্যাতিত মানুষের জন্য বাংলাদেশের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও আমেরিকার রেজিস্ট্রার্ড আশ ফাউন্ডেশন ইউ এস এ ইনক এর যৌথ উদ্যোগে চলমান বিবিধ জরুরি মানবিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে আগ্রহীরা নিম্নোক্তভাবে এগিয়ে আসার আহ্বান করা যাচ্ছে।
Bangladesh-
Account Name: Alhaj Shamsul Hoque Foundation
A/C: 20501030900011809
Swift Code: IBBLBDDH103
Routing Number: 125150130
Islami Bank Bangladesh Limited, Agrabad Branch, Chattogram, Bangladesh
Online Donation Link:
https:/shamsulhoquefoundation.org/donate
Bkash & Nagad
01841040545 (Merchant, Payment Option)
Other Countries-
A/C Name: ASH Foundation USA INC.
A/C Number: 4424206723
Routing Number: 0260 13673
Fedwire ABS for wires: 031101266
Swift Code: NRTHUS33XXX
TD Bank, New York, USA
Zelle: ashfoundationus@gmail.com
PayPal: raghibia@yahoo.com