
নিউজগার্ডেন ডেস্ক: নবগঠিত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, বাংলাদেশের যেকোন ক্লান্তিলগ্নে জিয়া পরিবার সবসময় এগিয়ে এসেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির রাজপথে আপোষহীন ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ নিয়ে ষড়যন্ত্র এখনও থেকে নেই। বিএনপি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে।
স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের উদ্দেশ্যে বেলায়েত হোসেন বুলু বলেন, ছাত্রদলের একজন কর্মী থেকে আমি আজকের এই অবস্থানে এসেছি। আপনারাই আমাকে এই পর্যায়ে এনেছেন, আমাকে নেতা বানিয়েছেন। আমি আপনাদেরই সৃষ্টি। তাই অতীতের ন্যয় আগামী দিনেও সকল আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে থাকব। আমাকে এই মহান দায়িত্ব অপর্ণ করায় আমি আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান সহ সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার উপর অপির্ত দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবো।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং জিয়া পরিবারের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন নগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু।
শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত পূর্ববর্তী নবগঠিত কমিটির আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু’র সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবগঠিত কমিটির সদস্য সচিব ও সমাবেশের সঞ্চালক ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, আমরা একসাথে দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমরা জানি কে আন্দোলনে ছিল, কে ছিলনা। যারা আন্দোলন সংগ্রামে ছিল আমরা অবশ্যই তাদের মূল্যায়ন করবো।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত বেলায়েত হোসেন বুলুকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাজ্জাদ হোসেন, আব্দুল মান্নান, দিদার হোসেন, মোঃ হাসান, মফিজ উদ্দিন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম দিপু, রবিউল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান, অর্থনীতি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সমবায় বিষয়ক সম্পাদক জাফর হোসেন রনি, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য খাজা স্বপন, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এন মোঃ রিমন, আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ দুলাল, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ সুমন, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ আল হাসান সোনামানিক, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মিজান, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর কাসেম, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সহ প্রমুখ।