কোরআনের সমাজ প্রতিষ্ঠা ছাড়া সমাজে শান্তি আসবে না: শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, কোরআনের সমাজ প্রতিষ্ঠা ছাড়া সমাজে শান্তি আসতে পারে না। পবিত্র কোরআন নাজিলের মাহে রমজানে মাসে আমাদেরকে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআনের শিক্ষা গ্রহণ করার মাধ্যমে সমাজ থেকে দুর্নীতি, শোষণ ও অনিয়ম দূর করতে হবে। তাই আমাদের সকলকে কোরআনের শিক্ষা গ্রহণের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।

(০৮ মার্চ) শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালখান ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামালখান ওয়ার্ড সভাপতি মোহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা. এ.কে.এম ফজলুল হক, কোতোয়ালী থানা আমীর আমির হোছাইন, সমাজসেবক ডাঃ পারভেজ ইকবাল।

আরো বক্তব্য রাখেন, অধ্যাপক আবদুজ জাহের, মোস্তাক আহমেদ, নূরুন্নবী মিয়া, আমির হোসেন প্রমুখ।

মন্তব্য করুন