আইআইইউসির গণ-ইফতারে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণ

আজ রোজ রবিবার, ৮ম রমজান, “আইআইইউসি ইসলামিক ডায়ালগ” – এর উদ্যোগে, “আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম”- এর কেন্দ্রীয় মাঠে আয়োজিত হলো প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনা সভা ও গণ-ইফতার ।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম”-এর উপাচার্য প্রফেসর ড. আলি আজাদী।

উক্ত আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ইসলামিক স্কলার মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম এবং আরোও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্টার সহ বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, চেয়ারম্যান এবং শিক্ষকবৃন্দ।

মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম উক্ত আলোচনা সভা ও গণ ইফতারে গাজওয়াতুল হিন্দের ওপর প্রাধান্য দিয়ে বলেন, সময় পাল্টিয়েছে গাজওয়াতুল হিন্দ অতি নিকটে অবস্থান করছে, ফ্যাসিস্টের সময় আর এখন নেই। এখন সময় ইসলামের।

উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার বক্তব্যে রমাদানের গুরুত্ব তুলে ধরেন এবং আধুনিক বিজ্ঞানের আলোকে রমাদানের উপকারিতা তুলে ধরেন, তিনি এমন আয়োজনের প্রশংসা করেন।

আরোও ব্যাক্ত করেন, পরবর্তী সময় হতে সকল ধরনের প্রোডাক্টিভ প্রোগ্রাম আয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ সহায়তা করবেন।

উক্ত পোগ্রামের আয়োজক, ” আইআইইউসি ইসলামিক ডায়লগ” – এর প্রেসিডেন্ট সাব্বির আহম্মেদ ব্যাক্ত করেন, ২০২৪ সনে পবিত্র রমাদান মাসে ফ্যাসিস্ট মদদে ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ কর্তৃক প্রোডাক্টিভ রমাদানে হামলার প্রতিবাদে আমরা তাৎক্ষণিক প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনা সভা ও গণ-ইফতারের আয়োজন করি।

এতে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বাধা প্রদান করে। এরপরও আমরা তা বাস্তবায়ন করি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের বিশাল আয়োজন।

উক্ত প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনা সভা ও গণ-ইফতারে প্রায় ৩০০০ শিক্ষক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এতে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের জন্য ছিলো আকর্ষণীয় গিফট।

মন্তব্য করুন