কোনো ফ্যাসিবাদকে আবার ফিরতে দেয়া যাবে না: এরশাদ উল্লাহ

নিউজগার্ডেন ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উদ্যোগে জিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শহিদ পরিবারের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। গত বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদুল ইসলামের পরিবারের জন্য ঈদ উপহার সামগ্রী তুলে দেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাফর আহমদ এবং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি নেতা ইউসুফ সহ নেতৃবৃন্দ।

এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, শহীদ শহীদুল ইসলামের হত্যার বিচার করতে হবে আর না হলে আমরা এই হত্যার বিচারের জন্য আবারো আন্দোলন করব। কোনো ফ্যাসিবাদকে আবার ফিরতে দেয়া যাবে না। ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আমরা যে আন্দোলন করেছিলাম সে আন্দোলন এখনো চলমান। যতোদিন পর্যন্ত একটা ফ্রি ফেয়ার ইলেকশন না হবে ততদিন পর্যন্ত আপনাদের মনে থাকবে যে আমরা এখনো আন্দোলন করছি।

মন্তব্য করুন