
নিউজগার্ডেন ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ পোষ্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন, রেজিঃ নং বি-২১০৪ (জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভূক্ত) বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য জেলা শাখার পক্ষ থেকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত ষোলশহর বিপ্লব উদ্যানে বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম শহীদ ইকবালের নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করা হয়।
এসময় এ এম নাজিম উদ্দীন বলেন, স্বৈরাচার শেখ হাসিনা জিয়াউর রহমানের নাম সব জায়গা থেকে মুছে ফেলতে চেয়েছিল এমনকি বাচ্চাদের পাঠ্যবই থেকেও মুছে ফেলেছিল। কিন্তু জিয়া বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে বিরাজ করছে। তাকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবেনা।
তিনি বলেন, ২৫ মার্চ যখন পাকিস্তানি বাহিনী বাঙ্গালির ওপরে ঝাপিয়ে পড়ল তখনও ৫ আগষ্টের মতো আওয়ামী লীগ পালিয়েছিল। তখন বাঙ্গালী যখন যা পেয়েছে তাই নিয়ে প্রতিহত করার চেষ্টা করছে। তখন একটা কথা ভেঁসে আসলো, আমি মেজর জিয়া, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করলাম। তখন মানুষ বুঝলো আমরা একা না, বাংলাদেশের সশস্ত্র বাহিনী আমাদের সঙ্গে আছে। সে সময়ে জিয়াউর রহমান ক্যাম্পে বসে যুদ্ধের পরিকল্পনাও করতেন, যুদ্ধেও যেতেন। তখন থেকেই জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের আস্থার নাম হয়ে ওঠে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী আইয়ুব, পোষ্টম্যান কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক মো. জাকির হোসেন, বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য জেলা শাখার নেতা বদিউল আলম, মনিরুল আলম মোল্লা, মবিনুল হক, দিদারুল আলম, নুরুল আলম চৌধুরী, ইমাম উদ্দিন, মো. আলমগীর, মো. ইউসুফ, দোলোয়ার হোসেন, মো. হানিফ, মো. ইয়াসিন, মাহাবুবুর রহমান, মো. শাহজাহান প্রমূখ।