
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপি’র জাতীয় কমিটির সম্মানিত সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের প্রথম বিদ্রোহ চট্টগ্রাম থেকেই হয়েছে। তাই চট্টগ্রামের ইতিহাস মুক্তিযুদ্ধপূর্ব এবং যুদ্ধকালীন অবিস্মরণীয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে নীরব ছিলেন না। এদেশের সেনাবাহিনীকে সংগঠিত করে তিনি পাকসেনাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছেন চট্টগ্রাম থেকেই। তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবার অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার অবদান মানুষের হৃদয়ে। প্রয়োজনীয় যে সংস্কার দরকার নির্বাচনের জন্য সেগুলোকে সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান করাই হবে সবচেয়ে বড় উইজডমের কাজ। তিনি আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার একই কথা বলছেন যে, আমরা যেন আমাদের পথকে ভুলে না যাই, আমরা যেন সঠিক পথে পরিচালিত হই এবং এমন কোনো ব্যবস্থা না নেই যা আমাদের ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে উনি (তারেক রহমান) গত পরশু যে বক্তব্য দিয়েছেন- বাংলাদেশে উগ্রবাদের যে সূচনা হচ্ছে, পথ দেখা যাচ্ছে, এই ধরনের কোনো উগ্রবাদ আমাদের গণতান্ত্রিক পথকে সম্পূর্ণ বিঘিœত করবে। আমরা যেন সেই পথে কোনো মতেই এগিয়ে না যাই।
গতকাল বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫, চট্টগ্রাম মহানগর চান্দগাঁও ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন,
৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মাসুদুল কবীর রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপি আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।