বাগমনিরাম ওয়ার্ডে পথচারীদের মাঝে তাঁতীদলের ইফতার বিতরণ

আজ শনিবার ২৯ মার্চ শনিবার বিকেলে ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড তাঁতীদলের উদ্যোগে নগরীর কাজির দৈউরী মোড়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাগমনিরাম ওয়ার্ড তাঁতীদলের আহবায়ক মোঃ শাহিনের সভাপতিত্বে সদস্য সচিব নাজিম উদ্দীনের সঞ্চানালয়ে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুন্গ আহবায়ক শওকত আজম খাজা, মহানগর তাঁতীদলের আহবায়ক সেলিম হাফেজ, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু ফয়েজ, চট্টগ্রাম মহানগর তাঁতীদলের সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ , ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল পারভেজ সুজন, মোঃ নাছির, মামুন মিয়া, দেলু, কালন মিয়া, মোজাম্মেল কাওসার, হাক্কানী সহ ওয়ার্ড তাঁতীদলের নেতৃবৃন্দ এসময় প্রধান তাঁর বক্তব্যে বলেন রমজান মাস একটি বিশেষ সময়, যা আত্মশুদ্ধি এবং গুনাহ মাফ করার মাস।

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষায়, রমজান মাসে যে বান্দা গুনাহ ক্ষমা করতে পারে না, তার চেয়ে দুর্ভাগা আর কেউ হতে পারে না।”

এই রমজান মাসে আমাদের সবাইকে অবশ্যই এমন শিক্ষা অর্জন করতে হবে, যাতে আমরা আগামী ১১ মাসেও একইভাবে সত্য, ন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে পারি।”

কারণ বড় সিন্ডিকেটগুলো শুধু নিজেদের স্বার্থ দেখছে।রমজানের শিক্ষায় আমরা যদি নিজেকে শুদ্ধ করতে পারি, তবে আমাদের সমাজে অবিচার, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে আমরা শক্তিশালী ভূমিকা রাখতে পারব। সমাজে ইসলামিক মূল্যবোধ বাড়াতে পারবো।

মন্তব্য করুন