নিচিন্তাপুর উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত দক্ষিণ নিচিন্তাপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ৬ষ্ঠ শ্রেণিতে নতুন ভর্তিকৃতদের নবীন বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (০৭ এপ্রিল ২০২৫) দক্ষিণ নিচিন্তাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রভাষক ও সাবেক সহকারী প্রক্টর রোকন উদ্দিন, প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বড়ির সাবেক সভাপতি আহমদ ছগির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শফিউল আলম, তরিকুন্নেছা, ইউসুফ রায়হান, আজিজুর রহিম, সাইফুল ইসলাম এবং শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আরিফা সুলতানা, জান্নাতুল মাওয়া।

মন্তব্য করুন