
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, আমরা জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই এই কমিটিগুলো গঠন করেছি। আমাদের প্রধান লক্ষ্য হলো সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তারের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং গণমুখী নেতৃত্ব গড়ে তোলাই হবে তাদের প্রধান কর্মসূচি। “যারা দলীয় সিদ্ধান্ত না মেনে, বিভ্রান্তিকর মিছিল-মিটিংয়ের মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে অচিরেই দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দল মানে শৃঙ্খলা, দলীয় সিদ্ধান্ত না মানলে কেউ আদর্শবান নেতা হতে পারে না। তারা ক্ষমতালোভী, সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে পদবী চাই।”
তিনি শনিবার (১৪ জুন) বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপির আওতাধীন ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির আয়োজনে চান্দগাঁও থানা বিএনপির সাবেক অর্থ সম্পাদক ও সমাজসেবক মোহাম্মদ হারুন সাহেবের বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আজকের আয়োজক মোহাম্মদ হারুন একজন সৎ, আদর্শবান বিএনপির দলীয় নেতা। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে যেভাবে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে উৎসাহিত করে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান আয়োজন করেছেন, তার জন্য আমি মহানগর বিএনপির পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানাই।”
৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত আহবায়ক মোহাম্মদ হাসান লিটনের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব মোহাম্মদ ইউসুফের পরিচালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আর.ইউ.চৌধুরী শাহীন। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে এক বলিষ্ঠ নাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠিত এই সংগঠনের অধিকার আদায় এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির প্রভাবশালী সদস্য ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা পরিদর্শক জাফর আহমদ, চান্দগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জাকির হোসেন, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী নিজামুল ইসলাম।
অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন হাজী নুর নবী, সাকাওয়াত সাকু, মঞ্জুর ইসলাম, মোহাম্মদ ওমর ফারুক, ইব্রাহিম বাবুল, মোহাম্মদ আকতার, মোহাম্মদ শাহাজান, আবু সৈয়দ রাসেল, মোহাম্মদ শাহেদ, ফজল কবির, মোহাম্মদ নাসির, মোহাম্মদ হাসান, মোহাম্মদ ইয়াসিন, জয়নাল আবেদীন, মিরানুল ইসলাম, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ রমজান, নাঈম উদ্দীন বাবলু, মোহাম্মদ আনোয়ার, মানিক, মোরশেদসহ নেতৃবৃন্দ।









