
নিউজগার্ডেন ডেস্ক: সিডিএ এর কনফারেন্স রুমে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম’র সাথে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় সভা আজ ১৯ জুন (বৃহষ্পতিবার) অনুষ্ঠিত হয়।
সভায় রিহ্যাব এর পক্ষ থেকে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন রিহ্যাব সদস্যদের সিডিএ-তে নিবন্ধন প্রদান, রিহ্যাব এবং সিডিএ এর সম্পৃক্ততা বৃদ্ধির জন্য সিডিএ ভবনে রিহ্যাব প্রায়োরিটি কর্ণার প্রচলন, বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সকল ডেভেলপারকে রিহ্যাব এর সদস্যপদ বাধ্যতামূলকভাবে গ্রহণ করা, কম সময়ের মধ্যে প্রকল্প অনুমোদনের বিষয়গুলো সিডিএ চেয়ারম্যান মহোদয়ের কাছে উপস্থাপন করেন।
মতবিনিময় সভায় সিডিএ এর চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম রিহ্যাব সদস্যদের সিডিএ-তে নিবন্ধন প্রদান, রিহ্যাব এবং সিডিএ এর সম্পৃক্ততা বৃদ্ধির জন্য সিডিএ ভবনে রিহ্যাব প্রায়োরিটি কর্ণার প্রচলন, বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সকল ডেভেলপারকে রিহ্যাব এর সদস্যপদ বাধ্যতামূলকভাবে গ্রহণ করা, কম সময়ের মধ্যে প্রকল্প অনুমোদনের বিষয়গুলো অচিরেই সমাধানের নিশ্চয়তা প্রদান করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রিহ্যাব এর পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, নূর উদ্দিন আহাম্মদ, সিডিএ’র পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান এ. জি. এম. সেলিম, ভারপ্রাপ্ত উপ-প্রধান নগর পরিকল্পনবিদ ও নগর পরিকল্পনাবিদ-২ মোঃ আবু ঈসা আনছারী, এস্টেট অফিসার (বিল্ডিং) মোঃ আলমগীর খান।









