নিউজগার্ডেন ডেস্ক: আন্জুমানে আছাদীয়া নূরীয়া সেহাবীয়া উদ্যেগে গতকাল মঙ্গলবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে বোয়ালখালী আহলা দরবার শরীফ থেকে এক বিশাল ধর্মীয় মিছিল বাহির করে। বোয়ালখালী উপজেলা হয়ে পটিয়া উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদ্দক্ষীন করে।
এতে নেতৃত্ব ও মুনাজাত পরিচালনা করেন, আহলা দরবার শরীফের শাহাজাদা শাহ ছুফী ছৈয়দ মোহাম্মদ আবরার ইবনে সেহাব আল কাদেরী আল চিশতী ছাহেব। পরে আহলা দরবার শরীফ এসে মিলাদ মাহফিল দরুদ শরীফ জিকীরের মজলিসকে রামসালাত বিশ্বনবী হযরত মোহাম্মদ মোস্তাফা (সঃ) পবিত্র নূরানী জিবনী আলোচনা ফিলিস্তিন গাজা কাতারসহ রাষ্ট্রসমূহের জন্য বিশেষ দোয়া করা হয়।
সকল কর্মীসহ শরীক হন- এম নিজাম উদ্দীন, মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মাওলানা মোহাম্মদ সরওয়ার চৌধুরী, মোহাম্মদ ছাইদুর রহমান খোকা, এম আবছার চৌধুরী, এম সোহেব চৌধুরী, চন্চল, টিটু মাস্টার, এম খোকন চৌধুরী।