বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের ৫৯ তম ব্যাচ সিনিয়র ক্যাডেটদের বার্ষিক প্রশিক্ষন সফর ও ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ২০২৫ অনুষ্ঠিত হয়।
শনিবার-রবিবার ( ১৮-১৯ অক্টোবর ) কক্সবাজার লং বিচ হোটেলে এ সফর অনুষ্ঠিত হয়া। এই উপলক্ষে প্রশিক্ষক, কর্মকর্তা, সহায়ক কর্মচারী ও ক্যাডেটগণ কক্সবাজার লাইট হাউস( কক্সবাজার বাতিঘর) ও কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর পরিদর্শন করেন।
উক্ত প্রশিক্ষণ সফর ও ভিজিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র নটিক্যাল ইন্সট্রাক্টর ক্যাপ্টেন মো: মোজাহেরুল ইসলাম, সিনিয়র এডুকেশন অফিসার মোঃ আসাদুজ্জামান, এ্যাডজুটেন্ট মেরিন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব) ও সিপিও(ব্লক সুপারভাইজার) মোঃ এনামুল কবির, সিপিও (জিআই,) মোঃ নাজিম উদ্দিন ও পিয়াস ইমাম, পিটিআই মোঃ মাহফুজুর রহমান, ষ্টোর কিপার ও ট্রান্সপোর্ট সুপারভাইজার (অঃ দাঃ) মোঃ জাকির হোসেন, অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ নেজাম উদ্দিন, চিফ ষ্টুয়ার্ড মোঃ নুর উদ্দিন প্রমুখ।
একাডেমির বার্ষিক প্রশিক্ষণ সফর ও ইন্ডাস্ট্রিয়াল ভিজিট উপলক্ষে শনিবার রাতে ক্যাডেটদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সিনিয়র ক্যাডেট হামিম খানের উপস্থাপনায় মনোমুগ্ধকর ও আনন্দঘন পরিবেশে গান, নৃত্য ও একক অভিনয় করে হল ভর্তি দর্শক শ্রোতাকে মাতিয়ে রাখেন সিনিয়র ক্যাডেট যথাক্রমে তাওফিক, রাজ্য, জোহান, সোহোম, মেহেদী, তামিম, জিহাদ ও আজমাইন।