নিজস্ব প্রতিবেদক: “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না”, মূলত গানের এ দুটি লাইনের মাধ্যমেই স্বেচ্ছাসেবার মূল লক্ষ্য যে মানবিক মূল্যবোদের বহি:প্রকাশ তা ফুটে ওঠে। স্বেচ্ছাসেবার প্রকৃত উদ্দেশ্য হতে হবে তাই সুদুরপ্রসারী এবং তাতে মানবিক দায়বদ্ধতার বহি:পকাশ থাকতে হবে। সমাজে কোনো ব্যক্তির স্বেচ্ছাসেবা তখুনি প্রকৃত অর্থে সমাজের কল্যাণ বয়ে আনতে পারে যদি পরিকল্পনা সুনির্দিষ্ট এবং সুদুরপ্রসারী হয় এবং নিরন্তরভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়া যায়। এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে চান্দগাঁও থানা জাতীয়তাবাদী শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক ও ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাবুব আলম আজ ২২ অক্টোবর (বুধবার) দুপুরে লুসাই হলে এ সংবাদ সম্মেলন করে।
মাহাবুব আলম জানান, প্রতি বছরের ন্যায় ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড থেকে জরুরী মানবিক সেবা প্রদান করার জন্য জনগণের কাছে এ সেবা নেয়ার জন্য আবেদন জানাচ্ছি। এই ওয়ার্ডের গরীব মানুষ যারা মেডিকেলে যাতায়াত করতে কষ্ট হয় তাদেরকে আমার তিনটি সিএনজি অর্ধেক ভাড়ায় আজ থেকে সেবা দিয়ে যাবো। এছাড়াও সুলভ মূল্যে চাউল, মুরগী, আলু, পেয়াজ, সয়াবিন তেল সহ বিভিন্ন নিত্যপণ্য চান্দগাঁও খাজা রোড, চৌধুরী স্কুল সংলগ্ন এলাকায় দিয়ে যাবো, ইনশাআল্লাহ।
তিনি আরো জানান, গরীব মানুষকে কমদামে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা, গত বছর রমজান মাসে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংসের বিক্রর ব্যবস্থা করেছিলাম। আমাদের ৬ নং পূর্ব ষোলশহরে রমজান মাসে গরীব লোকগুলো যাতে কোনোভাবে কষ্ট না পায়, সেই উদ্দেশ্যে এ উদ্যোগ নিয়েছিলাম।
তিনি জানান, গত ৫-২-২৫ সালের ফেব্রুয়ার ৫ তারিখ থেকে মে মাসের ৫ তারিখ পর্যন্ত রমজানের আগে থেকে ঈদের পর পর্যন্ত এ ব্যবস্থা নিয়েছিলাম। আপনারা যদি সহযোগিতা করেন এ উদ্যোগ সারা বছর নিতে পারবো। আমার এই ক্ষুদ্র পরিসরে জনগণের কল্যাণের জন্য আমি কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। এ কাজগুলো যাতে সারাবছর করতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়া ও প্রার্থনা করছি! আল্লাহ হাফেজ।