ওসমান চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী সাধারণ নির্বাচনের আগেই ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ কর্মসূচি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনা বাস্তবায়ন করতে চন্দনাইশে কাজ করছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি,চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম-১৪ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন,সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশ নায়ক তারেক রহমান বিএনপির ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে যে নির্দেশনা দিয়েছেন সেটি বাস্তবায়ন করতে চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনে নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছি। উপজেলা ইউনিয়ন থেকে গ্রাম পর্যায়ে ছোট ছোট কর্মসূচির মধ্যদিয়ে এই বার্তা ছড়িয়ে দিচ্ছি। আগামী নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত রাষ্ট্র কাঠামো মেরামতের উদ্দেশ্য ও এর মাধ্যমে জনগণ কি ধরনের উপকৃত হবে তা জানাতে এই বার্তা পৌঁছাই দিচ্ছি। ১৫ই নভেম্বর (শনিবার) দুপুরে বিজিসি ট্রাষ্ট সংলগ্ন নোঙর রেস্তোরাঁয় চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এইসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। এমনকি স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এসময় আরো উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ মাহাবু,এডভোকেট রফিক আহমেদ, সাবেক যুগ্ম আহবায়ক জসিমউদদীন চৌধুরী মিন্টু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুস বাবুল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম,সাবেক সভাপতি মোহাম্মদ হারুন, দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু প্রমুখ।