ওসমান চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নে আমনের বাম্পার ফলন হয়েছে বলে স্থানীয় কৃষকেরা জানান।
চন্দনাইশ উপজেলার বরমা, বরকল, বৈলতলি,কাঞ্চনাবাদ, জোয়ারা, ধোপাছড়ী, হাসিমপুর, সাতবাড়ীয়া এবং পৌরসভার দোহাজারী ও চন্দনাইশে মহা ধুমধামে আমন ধান কাটার মৌসুম চলছে।
বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সাথে কথা বলে জানা যায় তারা খুবই খুশি, কারন আমনে বাম্পার ফলন হয়েছে। তারা বলেন এক কানি জমীতে ১৫০/১৬০ আড়ি ধান হওয়ার সম্ভাবনা এমনকি কিছু জমিতে ১৮০ থেকে ২০০ আড়ি পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে।
এর মধ্যে দু'চরজন কৃষকের জমিতে কারেন্ট পোকার আক্রমন হয়েছে। এইসময়ে উপজেলার কৃষি কর্মকর্তা ও উপ সহকারী কৃষি কর্মকর্তার সাহসী প্রদেক্ষেপ নেওয়ার কারনে এবং মাঠ পর্যায়ে কৃষি অফিসাদের দ্রুত প্রদেক্ষেপের করনে পোকার থেকে রক্ষা পেয়েছে বলে স্থানীয় কৃষকেরা জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এইবারে আমন মাঠে কৃষি অফিসার গন আটঘাট বেধে নেমেছিল বলেই কারেন্ট, মাজরা পোকা দমন, ও অন্যান্য রোগ বালাই থেকে আমনকে সুরক্ষা করতে পেরছে এবং কৃষকদের মুখে হাসি ফুটাতে পেরেছেন।