নিউজগার্ডেন ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় পতেঙ্গা থানা যুবদলের উদ্যোগে সোমবার (১ ডিসেম্বর) দুপুরে পতেঙ্গা মদিনাতুল উলামা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন।
এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি নীতি-আদর্শ, মানবিকতা ও গণতান্ত্রিক সংগ্রামের এক প্রতীক। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি আজীবন সাহস ও সততার আলোকবর্তিকা হয়ে ছিলেন। তাঁর সুস্থতা জাতির সামগ্রিক কল্যাণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজ তিনি গুরুতর অসুস্থ, তাই দলমত নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ তাঁর দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছে।
ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তিনি আবারো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
এতে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সম্পাদক মোহাম্মদ ইকবাল, সহ সম্পাদক ইয়াছিন আজাদ, যুবদল নেতা মঞ্জুর আলম, আলমগীর হোসেন জুয়েল, মোহাম্মদ ইকবাল হোসেন, মো. শাহজাহান, মাসুদ রানা, জিলহাস শাকিল, শফিউল আলম, আব্দুল মান্নান তুহিন, মামুনুর রশিদ, নয়ন উদ্দিন, মো. রনি, মো.জাবেদসহ প্রমুখ নেতৃবৃন্দ।