
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-৯ আসনের বাকলিয়া থানাধীন ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শামসুল আলম। তিনি বলেন, “নির্যাতন, নিপীড়ন, কারাবন্দি—কিছুই বেগম জিয়াকে ভাঙতে পারেনি। তিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর নেতৃত্ব মানেই ন্যায়, সাহস ও জনগণের অধিকার রক্ষার অটল অঙ্গীকার।”
তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার ভূমিকা ঐতিহাসিক। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আছেন। শামসুল আলম বলেন, “এ দেশের মানুষ তাঁর সুস্থতা কামনা করে, কারণ তিনি দেশপ্রেম, ত্যাগ ও সাহসের প্রতিচ্ছবি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এ.কে. খান। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিবেশে বেগম জিয়ার অনুপস্থিতি একটি বড় শূন্যতা তৈরি করেছে। দেশবাসী তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে।
এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সেকান্দর, আহ্বায়ক হাজী মোহাম্মদ ইমরান, সদস্য সচিব মহিউদ্দিন মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, “বি” ইউনিট বিএনপির সভাপতি শেখ আলাউদ্দিন, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি এম. এইচ. চৌধুরী বাবলু, সদস্য সচিব মোহাম্মদ ফারুকসহ যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন—তিনি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের অনুপ্রেরণা। তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রায় তিনি বহু বাধা-প্রতিবন্ধকতা অতিক্রম করেছেন। তারা আরও দাবি জানান, তাঁকে উন্নত চিকিৎসার সুযোগ প্রদান করা হোক।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।









