মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভেড়া মার্কেট খাল পাড় এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি জসিম উদ্দিন মিন্টু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,
“মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও আত্মত্যাগের চেতনার প্রতীক। এই দিনে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রকৃত বিজয়ের বহিঃপ্রকাশ। সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো মানবিক কাজে এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।”
তিনি আরও বলেন, মানবিক সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা বেলাল উদ্দিন, মোঃ নাছির উদ্দিন, সাইফুল ইসলাম সেলিম, কবির উদ্দিন, মোস্তাক সওদাগর, আবুল কালাম আজাদ, আবদুল গনি পেয়ার, এন মোহাম্মদ রিমনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।