
নিউজগার্ডেন ডেস্ক: আনোয়ারা উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে অবদান রেখে যাচ্ছে উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন। আস্থার আলো মেধাবৃত্তি পরীক্ষা উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। অতীতের ন্যায় এ বছরেও স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্যদিয়ে অত্যন্ত স্বচ্ছতা ও সুনামের সহিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে চাতরী ইউনিয়ন বহুমুখী বিদ্যালয় কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়। পরীক্ষা পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন আস্থার আলো মেধাবৃত্তি পরীক্ষা প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আব্দুল্লাহ,পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মাষ্টার শফি আলম, হল সুপার ছিলেন মোরশেদ মান্নান।এতে স্কুল ও মাদ্রাসা পর্যায়ের ২য় শ্রেণী,৩য় শ্রেণি, ৪র্থ শ্রেণি ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষার হল পরিদর্শন করেন বাংলাদেশ মেরিন একাডেমীর প্রকৌশলী প্রশিক্ষক ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নৌপ্রকৌ. আতিকুর রহমান চৌধুরী, আনোয়ারা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সংবাদিক রুপন দত্ত ,সামাজিক সংগঠক সৈয়দুল হক,জাহিদ মৃধা,শাহেদুল ইসলাম, বাংলাদেশ মেরিন একাডেমী প্রতিনিধি মোহাম্মদ নেজাম উদ্দিন,আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উপদেষ্টা এম আকতার হোসাইন ,এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের এন মোহাম্মদ জুনাইদ, মনির উদ্দিন, সাইফুল, সাকিব তালুকদার, ফয়সাল, ফরহাদ, জাহেদ,রিমন, মিনহাজ,শাহরিয়ার রশিদ,বিলকিছ আকতার,সাথী আকতার প্রমূখ।









