নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পক্ষে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার হাতে মনোয়ন ফরম জমা দেন দলীয় নেতা-কর্মীরা ও তাঁর আইনজীবীরা।
এসময় সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল জব্বার, ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাইল গণি, অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনূসসহ দলীয় নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম জমার বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, “আমার পক্ষ থেকে যথাযথভাবে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে। আমি আশা করি, ফটিকছড়িতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।"
তিনি আরও বলেন, “আগামী দিনে জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচন করছি। ফটিকছড়ির সর্বস্তরের জনগণের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”