নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর শীতার্তদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
আজ সোমবার ব্রাক ব্যাংক পিএলসি চট্টগ্রাম রিজিয়ন এর উদ্যোগে শীতার্ত মানুষের জন্য মেয়র মহোদয় এর নিকট ৩০০০ পিছ কম্বল হস্তান্তর অনুষ্ঠানে মেয়র এই আহবান জানান।
এ সময় মেয়র ব্রাক ব্যাংক এর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “শীত মৌসুমে গরিব ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে নগরীর মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। ব্রাক ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ূন কবির চৌধুরী , ব্র্যাক ব্যাংক এর পক্ষে উপস্তিত ছিলেন,চট্টগ্রাম রিজিওনাল হেড,জনাব শহীদুল ইসলাম খান (মামুন),ক্লাস্টার ম্যানেজার জনাব কানু চক্রবর্তী,ব্রাঞ্চ ম্যানেজার জনাব ফাহমিদ বিন আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।