নিউজগার্ডেন ডেস্ক: গত ২০২৫ সালের ১০ ডিসেম্বর দৈনিক আজাদী পত্রিকায় প্রকাশিত চট্টগ্রাম ওয়াসার নিয়োগ বিজ্ঞপ্তির ২ টি পদে পদোন্নতির আগে নতুন জনবল নিয়োগ না দেওয়ার জন্য চট্টগ্রাম ওয়াসার ৬১ জন সহকারী আপারেটর উকিল উকিল নোটিশ পাঠিয়েছেন।
এই কর্মচারীদের অভিযোগ তারা দীর্ঘ ১০/১৫ বছর স্থায়ী পদে চাকুরী করে আসছেন। চট্টগ্রাম ওয়াসার কর্মচারী প্রবিধানমালা-২০২০ ইং অনুযায়ী তারা অপারেটর পাম্প ও মিটার পরিদর্শক পদে পদোন্নতি পাওয়ার আইনগত অধিকারী। কিন্তু তাদেরকে প্রমোশন না দিয়ে চট্টগ্রাম ওয়াসার বর্তমান প্রশাসন নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে।
কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। মহামান্য সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট মো: আরিফুজ্জামান খান স্বাক্ষরিত লিগ্যাল নোটিশটি আজ ২৯ ডিসেম্বরে চট্টগ্রাম ওয়াসার এমডির দপ্তরে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করা হয়েছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচরী দলের সিনিয়র সহ সভাপতি কাজী মহিউদ্দিন মানিক বলেন, আমাদের সংগঠন বরাবর স্মারকলিপির মাধ্যমে কর্তৃপক্ষকে দাবী জানিয়ে আসছি যে, স্থায়ী কর্মচারীদের পদোন্নতি এবং অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ করার পর নতুন জনবল নিয়োগ করা হোক।
কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবী আমলে নিচ্ছে না। অবহেলিত কর্মচারীর তাদের ন্যায্য অধিকার রক্ষায় আদালতের আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কি থাকতে পারে। আমাদের সংগঠন চট্টগ্রাম ওয়াসার একটি ধারাবাহিকতা ও সুষ্ঠু পরিবেশন প্রত্যাশা করে।