
মোঃ সাইফুর রহমান সাইফুল: চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে সবচেয়ে আলোচিত সংসদ সদস্য প্রার্থী ডা: লুসি খান শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন। সোমবার (২৯ ডিসেম্বর) শেষদিনেও মনোনয়নপত্র জমা দেননি আলোচিত এ প্রার্থী। এদিকে, মনোনয়নপত্র জমা না দিলেও তার অনুসারী নেতা-কর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক মহিলা বিষয়ক সহ সম্পাদিকা ডাঃ লুসিখান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ব্যানারে ধানের শিষ প্রতিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে নির্বাচন করবেন এমনটাই সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করে ছিলেন।
নারী নেত্রিত্বের তুমুল জনপ্রিয়তায় থাকা জাতীয়তাবাদী দল (বিএনপি)’র এই নেত্রী হঠাৎ কেন তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন এবং নির্বাচনে অংশ নেয়া থেকে ফিরে আসলেন এমনটা তার কাছে মুঠোফোনে জানতে চাইলে, তিনি জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে চূড়ান্তভাবে দল মনোনয়ন প্রদান করেছেন তাই আমি, (ডাঃ লুসি খান), দলের প্রতি গভীর আনুগত্য ও শ্রদ্ধা জানিয়ে এবং দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান দেখিয়ে আমার প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছি।
দলের বৃহত্তর স্বার্থ ও ঐক্যের প্রতি সম্মান জানিয়ে আমি আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা করছি এবং আমার সকল শুভানুধ্যায়ী, সহকর্মী ও সমর্থকদের আহ্বান জানাই আসুন, আমরা সবাই ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি এবং দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে তারেক জিয়ার হাতকে আরো শক্তিশালী এবং বেগবান করি। নতুন বাংলাদেশ গড়ার লক্ষে এক থাকি। ধানের শীষে ভোট দেই। সময়ের ক্রান্তিলগ্নে এসে আজ জাতীয় দূর্ভোগ লাঘবে দেশ গঠনে ধানের শীষ প্রতীকে অধিকার বঞ্চিত জনগণের প্রত্যাশা পূরণে শতভাগ নিজেকে নিয়োজিত রেখে জনগণের পাশে দাড়াই।
এছাড়াও তিনি দলীয় চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।









