নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা সমুন্নত রাখতে আসন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণকে সচেতনভাবে ‘হ্যাঁ’ ভোট প্রদান করতে হবে। দেশের কল্যাণ, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার স্বার্থেই ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করা সময়ের দাবি।
তিনি আজ সোমবার বাদে জোহর চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ সপ্তাহ উপলক্ষে কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি বলেন, জনগণের ভোটই রাষ্ট্র পরিচালনার মূল শক্তি। তাই কোনো প্রকার বিভ্রান্তি বা ষড়যন্ত্রে পা না দিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে সবাইকে আহ্বান জানান।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সবসময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে এসেছে। গণতন্ত্র, মানবাধিকার এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলার সুযোগ রয়েছে।
কোতোয়ালি থানা জামায়াতের আমীর আমির হোছাইনের সভাপতিত্বে এবং থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ গণসংযোগ ও পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ উল্লাহ বলেন, জনগণের রায়ই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই প্রত্যেক নাগরিকের উচিত দায়িত্বশীল ভূমিকা পালন করে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান নেওয়া।
এতে আরও বক্তব্য রাখেন কোতোয়ালি থানার নায়েবে আমীর অধ্যাপক আব্দুজ্জাহের, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের এবং থানা বায়তুলমাল সম্পাদক মাওলানা মুহাম্মদ ফেরদৌস প্রমুখ।
বক্তারা সবাই ঐক্যবদ্ধভাবে গণসংযোগ কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং সাধারণ মানুষের মাঝে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরেন।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।