নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘদিন ধরে মানুষ ভোটের তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচিত সরকারের অনুপস্থিতির আওয়ামী কর্তৃত্ববাদী শাসনব্যবস্থাকে শক্তিশালী করে তুলেছিল। ফলে আওয়ামীলীগ ভোটাধিকারসহ মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। দুর্নীতি ও দলীয়করণের মাধমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। একটি পুরো প্রজন্ম ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। রাজনীতির প্রতি মানুষের অনিহা সৃষ্টি হয়েছে। দেশে জবাবদিহিতা বলতে কিছু ছিলনা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা নষ্ট হয়েছে। আগামী নির্বাচন সেই অস্থিতিশীল অবস্থা থেকে বেরিয়ে আসার একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) রাতে পাথরঘাটা ইকবাল রোডে পুরাতন ফিশারিঘাট এলাকায় ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ডের সর্বসাধারণের সাথে আয়োজিত "মতবিনিময় সভায়" প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণ যদি তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে চট্টগ্রাম-৯ আসনের সার্বিক উন্নয়ন তথা শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। আগামী ১২ই ফেব্রুয়ারি পযর্ন্ত আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে সক্রিয় থাকতে হবে। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হলে তা শক্তহাতে প্রতিহত করতে হবে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি গণতন্ত্রের বিজয় ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো. ইসমাইল বালী।
৩৪নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম মামুনের সভাপতিত্বে এয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, জিয়া সাইবার ফোর্সের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী বাহাউদ্দিন ফারুক মুন্না, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল হক শাহেদ, যুগ্ম আহ্বায়ক আবু তালেব, শফিকুল আলম। যুবদল নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির সদস্য আনোয়ার হোসেন, আবদুল হামিদ, মো. মহিউদ্দিন, প্রবাল দে, সুব্রত আইচ, মো. সেলিম, জাফর ইকবাল লিটন, কৃষ্ণ দাশ, মিলন দাশ, কাজল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ইফতেখার ইকবাল নাদিম, কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন মারুফ, মো. রিয়াজ, আবদুর সোবাহান, রনি, নুর মোহাম্মদ, স্বেচ্ছাসেবক দলের পাথরঘাটা ওয়ার্ডের সদস্য সচিব জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মোতালেব হোসেন তুহিন, মনির, ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ শাকিল, সান্তু দাশ, হৃদয় আচার্য প্রমুখ।