নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপি'র সদস্য সচিব নাজিমুর রহমান বলেছেন, দীর্ঘ ২২ বছর পর দেশনায়ক তারেক রহমান চট্টগ্রামে আসছেন। দীর্ঘ ১৭ বছর নির্বাসনে ছিলেন। তিনি চট্টগ্রাম আসায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের উচ্ছ্বাস দেখা দিছে। তারেক রহমান কে দেখার জন্য নগরবাসী অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে।
আগামী ২৫ জানুয়ারি বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানের চট্টগ্রাম আগমন ও পলোগ্রাউন্ড ময়দানে বিশাল সমাবেশ সফল করার লক্ষ্যে আজ ২০ জানুয়ারি ২০২৬ বিকাল ৩টায় নাসিমন ভবন দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রদলের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রদল হচ্ছে বিএনপির ভ্যানগার্ড, বিএনপি ভবিষ্যতের জন্য ছাত্রদল কে বীজ বলে অভিহিত করেন। প্রতিটি কলেজ ক্যম্পাসে এবং ওয়ার্ডে ওয়ার্ডে ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তারেক রহমানের আসার কথা প্রচার এবং প্রচারণা চালাতে হবে পাশাপাশি তারেক রহমান এর সালাম পৌঁছে দিতে হবে।
প্রস্তুতি সভার সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর সারা বাংলাদেশ নতুন করে জেগে উঠেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের ঝান্ডা নিয়ে তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ রেখেছেন। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনের মাধ্যমে ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক তারেক রহমানকেই নির্বাচিত করবেন দেশের জনগণ। চট্টগ্রামে দেশনায়কের আগমনকে সর্বোচ্চ সম্মানে বরণ করবে ছাত্রদল।
সভা পরিচালনার বক্তব্যে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান শুধু দলের নেতা নন। সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে সবার হৃদয়ে স্থান করেছেন। তারেক রহমানের আগমনের চট্টগ্রামে খুশির আমেজ তৈরি হয়েছে। ছাত্রদল নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে দেশনায়কের আগমনকে সম্মানিত ও সমাবেশকে সফল করবে, ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে তারিকুল ইসলাম তানভীর, সামিয়াত আমিন চৌধুরী জিসান, জিএম সালাউদ্দিন কাদের আসাদ, মাস্টার আরিফ, জহির উদ্দিন বাবর, আরিফুর রহমান মিঠু, শহীদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, খন্দকার রাজিবুল হক বাপ্পী, মোহাম্মদ আনাছ, জাহেদ হোসেন খান জসি, নুর জাফর নাঈম রাহুল, সদস্য যথাক্রমে আবু কাউছার, আল মামুন সাদ্দাম, দেলোয়ার হোসেন শিশির, কামরুল হাসান আকাশ, মোঃ এনামুল হক, আবুল হাসনাত জুয়েল, আব্বাস উদ্দিন সহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।