নিউজগার্ডেন ডেস্ক: বিনানুমতিতে ভূমিখোকো জামালখান, ২১ নং ওয়ার্ড, আন্দরকিল্লাস্থ ১০ নং সিরাজদৌলা রোড সংলগ্ন “পঞ্চানন ধামের” পারিবারিক শিব মন্দিরের নীচে স্থিত সাধুবাবা যোগানন্দ নগেন্দ্র নাথ চৌধুরীর সমাধি মন্দিরে অনুপ্রবেশ করে মন্দিরের অবকাঠামো ও স্থাপনা ভেঙ্গে জবর দখল করার পাঁয়তারা করছে। এ ঘটনায় চাপা ক্ষোভ বিরাজ করছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে। হিন্দুদের জন্য সমাধি মন্দির অতি পবিত্র স্থান।
খবরটি পড়েছেনঃ ২৬