নিউজ ডেস্ক

আল্লাহপাকই সার্বভৌম ক্ষমতার অধিকারী: সৈয়দ হুমায়ুন কবীর

নিউজগার্ডেন ডেস্ক: ইসলামী সমাজ’র সম্মানিত আমীর হযরত সৈয়দ হুমায়ুন কবীর বলেছেন, আল্লাহপাকই সার্বভৌম ক্ষমতার অধিকারী তাঁর এই অধিকারে হস্তক্ষেপ করার সাধ্য কারো নেই। আল্লাহ ছাড়া আনুগত্য পাওয়ার মতো আর কেউ নেই, তিনি বাদশাহ, অতি পবিত্র, শান্তির আধার, নিরাপত্তাদাতা, রক্ষক, সবার ওপর বিজয়ী, নিজ হুকুম প্রয়োগে পূর্ণ ক্ষমতাবান এবং প্রবল পরাক্রমশালী। সবকিছুর ওপর ক্ষমতাশালী এবং ক্ষমতার নিরঙ্কুশ মালিক। আল্লাহ যাকে চান সাম্রাজ্য দান করেন আবার যার কাছ থেকে চান সাম্রাজ্য কেড়ে নেন। যাকে চান সম্মান দান করেন, আবার যাকে চান অপমানিত করেন, সব কল্যাণ তার কাছে। বস্তুত রাষ্ট্র অর্জন এবং তা পরিচালনার ক্ষেত্রে যারা শক্তিকেই অবলম্বন মনে করেন, তারা স্পষ্ট ভুলের মধ্যে আছেন। কারণ ক্ষমতার জন্য রক্তপাত ও অত্যাচারকে ইসলামে নিষেধ করা হয়েছে। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, হজরত আবু মুসা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহতায়ালা অত্যাচারীকে অবকাশ দেন। এরপর তাকে এমনভাবে পাকড়াও করেন, সে আর ছুটে যেতে পারে না। এরপর নবী (সা.) আয়াত পাঠ করেন; অর্থাৎ এইরূপ তোমার প্রভুর পাকড়াও যে যখন তিনি অত্যাচারী গ্রামবাসীকে পাকড়াও করেন। তিনি গতকাল ১৬ ফেব্রুয়ারী (শুক্রবার) রাত ৮ টায় নয়াবাজারস্থ ইসলামী সমাজ কার্যালয়ে সদস্য ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। মূলত আল্লাহ বান্দাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। কেউ এ পরীক্ষায় উত্তীর্ণ হতে সক্ষম হন, অনেকেই পারেন না। ক্ষমতার এই পালাবদলের মাঝে যারা বুদ্ধিমান, তাদের জন্য রয়েছে শিক্ষা। আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষী আল্লাহ নিজেই। এতদ প্রসঙ্গে আল কোরআনে ইরশাদ হয়েছে: আল্লাহপাক সাক্ষ্য দিচ্ছেন যে, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আর ফিরিশতাগণ ও জ্ঞানীগণও। তিনি ন্যায়ত প্রতিষ্ঠিত। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

চট্টগ্রাম জেলা দায়িত্বশীল মোঃ জামাল উদ্দিন’র সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর দায়িত্বশীল মোঃ রুহুল আমিন’র পরিচালনায় আলোচনা করেন হাফেজ ওসমান গনী, মোঃ কবির হোসেন, মোঃ সারওয়ার হোসেন, চট্টগ্রাম অঞ্চল-১ এর দায়িত্বশীল মোঃ আজমুল হক প্রমুখ নেতৃবৃন্দ।

চট্টগ্রাম অঞ্চল-১ এর দায়িত্বশীল মোঃ আজমুল হক বলেন, বিশ্বব্যাপী চলমান ক্ষমতার দ্বন্দ্বে সরকারপ্রধানরা ক্ষমতাকে আল্লাহ প্রদত্ত নিয়ামত মনে না করাই সব অনিষ্টের মূল। মনে রাখবেন, পৃথিবী এখন গতিময়; এগিয়েছে বেশ। এর পরও ক্ষমতাসীনরা নিজেদের মনোভাব শাসক দৃষ্টিভঙ্গির বাইরে ফেলতে পারেনি। তারা জনগণের বন্ধু হতে পারেনি। ক্ষমতার মোহ, সম্পদের লালসা আর কায়েমি স্বার্থে অন্ধ এসব শাসকের পবিত্র কোরআনে কারিমের আয়াত একটি জরুরি বার্তা। কিন্তু একথাটি ক’জন বুঝেন- সেটাই এখন প্রশ্ন!

মন্তব্য করুন