এ. কে. এম নাজিম উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান ২ প্রার্থী যথাক্রমে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী এবং সাবেক ছাত্র নেতা জেলা সদস্য বক্তেয়ার সাইদ ইরান স্ব স্ব সমর্থকদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনা ও গণসংযোগ চালাচ্ছে।
এই ২ প্রার্থী ছাড়া অন্য কোন দলের কোন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেনি। মনোনয়ন পত্র দাখিলের পূর্বে বিএনপির নেতা সরোয়ার আলমগীর ও সাবেক ধুরুং ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন এর নেতৃত্বে কয়েকজন নেতা কর্মী উক্ত নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য বিভিন্ন এলাকায় লিপলেট বিতরন করেছে।
বর্তমানে ২ চেয়ারম্যান প্রার্থী, ৪ পুরুষ ভাইস চেয়ারম্যান ও ২ মহিলা ভাইস চেয়ারম্যান স্ব-স্ব প্রতীক নিয়ে বিভিন্ন এলাকায় আনন্দ উৎসবে ভোট প্রার্থনায় গণ সংযোগ চালাচ্ছেন। প্রত্যেক প্রার্থী শান্তিপূর্ণ নির্বাচনে আশাবাদি।