নিউজগার্ডেন ডেস্ক: জাতীয় সাংস্কৃতিক মঞ্চ ও জাতীয় কবিতা মঞ্চের আয়োজিত সংগীত সন্ধ্যা, ঈদ পুনর্মিলনী ও সাহিত্য আড্ডা গতকাল ২০ মে (সোমবার) রাত ৭ টায় চট্টগ্রাম কদম মোবারক উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক মঞ্চের সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে ও কবিতা মঞ্চের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ কমলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চের সভাপতি কবি ও গীতিকার মাহমুদুল হাসান নিজামী।
স্বাগত বক্তব্য রাখেন কবিত মঞ্চের সভাপতি কবি এম এ হাশেম আকাশ, জাতীয় সাংস্কৃতিক মঞ্চের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশন বেতারের সুরকার ও গীতিকার দিলীপ ভারতী, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপক কুমার পালিত, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিঠুল দাশগুপ্ত, নাট্যকার রতন চত্রবর্ত্তী, অধ্যাপক কবি ওচমান জাহাঙ্গীর, আঞ্চলিক গানের রানী গীতা আচার্য্য, বাংলাদেশ টেলিভিশন ও বেতার শিল্পী অচিন্ত কুমার দাশ, শিল্পকলা একাডেমি নির্বাচনে সদস্য পদ প্রার্থী সংগীত শিল্পী শামশুল হায়দার তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক পদ প্রার্থী লেখক ও গবেষক জামশেদ উদ্দীন, চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক মঞ্চের যুগ্ম সম্পাদক রোকন উদ্দীন আহমেদ, সংগীত শিল্পী লুপর্ণা মুৎসুদ্দি লোপা, রাজনীতিবিদ ও মুক্তচিন্তক জাহেদুল ইসলাম, রাজনীতিবিদ সন্তোষ শর্মা, সংগীতি শিল্পী শিমলী দাশ, সংগীতি শিল্পী চন্দনা চক্রবর্তী, শিল্পী সুধমা দাশ সুজন, আবৃত্তিকার ও কবি সোমা মুুৎসুর্দ্দী সংগীত শিল্পী পাপড়ী বৈরাগী, সংগীত শিল্পী বেবী মজুমদার নুপুর, সংগীত শিল্পী মৌ: চৌধুরী, শিল্পী নুপুর আকতার, সংস্কৃতি কর্মী ইমতিয়াজ ফারুকী, ইমরান সোহেল, কবি স্বর্ণা তালুকদার, কবি রতন বড়–য়া, ইলিয়াছ ইলু, মোহাম্মদ আলিম, ছরওয়ার কামাল, জাহিদ তানছির, রোজি চৌধুরী, শিল্পী জুয়েল দ্বীপ, তবলা বাদক রতন মিত্র, কবি মীর বরাকাত হোসেন, কবি মোহাম্মদ আরিফ প্রমুখ।
সাহিত্যা আড্ডা, ঈদ পুনর্মিলনী ও সংগীত সন্ধ্যায় আলোচনা সভা, ফাঁকে ফাঁকে স্বরচিত কবিতা পাঠ, শিল্পীরা অনেকে মৌলিক গন পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্তর করে তোলেন। জমজমাট গান ও সাহিত্য আড্ডা হয়। চট্টগ্রামের কবি ও শিল্পীদের এক মঞ্চে এনে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ ও জাতীয় কবিতা মঞ্চ যেটা করে দেখিয়েছে সেটা এ পর্যন্ত চট্টগ্রামে কোন সংগঠন করে দেখাতে পারেনি।