নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দীন শাহেদের মুক্তির দাবীতে বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে মহানগরীর থানা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাজীর দেউরি মোড় থেকে শুরু হয়ে মিছিলটি নুর আহম্মেদ সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয় নসিমন ভবনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সালাউদ্দীন শাহেদ একজন পরিচ্ছন্ন ও বলিষ্ঠ ছাত্রদল নেতা। তাকে চান্দগাঁও থানার সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলায় অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে সালাউদ্দীন শাহেদ সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহবায়ক সাফরাশ নুরী সিজ্জির সভাপতিত্বে এবং মহসিন কলেজ ছাত্রদলের আহবায়ক গিয়াসউদ্দিন সারজিল ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সি. যুগ্ম আহবায়ক বোরহানুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম। প্রধান বক্তা ছিলেন মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু বক্কর শিকদার, চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, মহানগর ছাত্রদলের সি, যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন, যুগ্ম আহবায়ক সামিয়াত আমিন জিসান, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন শাকিল, নগর ছাত্রদলের সদস্য কামরুল হাসান আকাশ প্রমূখ।