
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা বলেছেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে আওয়ামী প্রেতাত্মাদের হামলার হাত থেকে মন্দির, গির্জা সুরক্ষা দিতে রাতে পাহারায় আছি। অতীতের মতো আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে আমরা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল রাত-দিন কাজ করে যাচ্ছি, সামনেও করে যাব, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা দীর্ঘ ১৬ বছর পর স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে পেরেছি। কিন্তু আমাদের এই বিজয়কে একটি চক্র কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই তারা আমাদের সংখ্যালঘু ভাইবোনদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা করে জনতার বিজয়কে ভিন্ন খাতে নিয়ে যেতে চক্রান্ত শুরু করেছে। আমরা তাদের এই চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেব না।
এমদাদুল হক বাদশার নেতৃত্বে মহানগর, থানা ও ওয়ার্ড যুবদল, ছএদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ চকবাজার, বকলিয়া ও চান্দগাঁও থানার বিভিন্ন মন্দির পাহারা দেন গতকাল রাত ১০ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত। শিব ও কৃষ্ণ মন্দির, পশ্চিম গাসিয়া পাড়া, বিষ্ণু মন্দির কেবি আমান আলী রোড, কৃষ্ণ মন্দির খালপাড় কে বি আমান আলী রোড, শ্রীলতা মন্দির নারায়ন পাড়া, নরসিংহ আখেড়া চকবাজার, লোকনাথ মন্দির ডিসি রোড, শিব মন্দির শেখ পুকুর পাড় লালচান রোড।
এসময় উপস্থিত ছিলেন সহ অর্থ সস্পাদক জিয়াউল হক মিন্টু, প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ কামাল আলম, সাব্বির ইসলাম ফারুক, মুস্তাকিম মাহমুদ, মো: সোহেল, জাবেদুল হক জাবেদ, সাদ্দামুল হক সাদ্দাম, মো: রায়হান, মো: জাহেদ, মো: নিজাম, মো: রাজু আহমেদ, মো: জিদান, মো: জাকির, মো: রশিদ প্রমুখ নেতৃবৃন্দ।