‘ছাত্র-জনতার গণ হত্যার খুনি শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত বিচার দাবী’

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসাইন দীপ্তি বলেছেন, পিলখানায় বিডিআরের চৌকস সেনা কর্মকর্তা হত্যা, মতিঝিলে শাপলা চত্বরে রাতের অন্ধকারে হেফাজতে ইসলামের হাজার হাজার আলেম- ছাত্রদের গণহত্যা, সাগর-রুনি হত্যা, বিগত ১৭ বছরে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে ইলিয়াস আলীসহ বিএনপি, যুবদলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গুম-খুন, সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে গণহত্যার নির্দেশ দাতা খুনি শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত বিচার দাবী করছি।

তিনি স্বৈরাচার খুনী শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১৪ আগস্ট (বুধবার) বিকাল ৩টায় চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কাজীর দেউড়ি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর জিইসি মোড়ে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ বলেন, ছাত্রদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে গুলি চালানো হয়। এতে শত শত ছাত্র ও সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। এসব হত্যাকান্ড চালিয়ে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। তাই গণহত্যার দায়ে তাকে দেশে ফিরিয়ে এনে তার ও এ গণহত্যায় জড়িতদের বিচার করতে হবে। ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে এর ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, শুধু হত্যাকাণ্ডই নয়, গত ১৫ বছরে আওয়ামী লীগের যেসব মন্ত্রী এমপি ও নেতারা অনিয়ম-দুর্নীতি করেছে, তাদের বিচার করতে হবে। এমনকি অবৈধভাবে অর্জন করা সম্ভব রাষ্ট্রীয় কোষাগারের আওতায় নিতে হবে।

মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ’র সঞ্চালনায় এতে মহানগর যুবদলের সি. সহ সভাপতি ইকবাল হোসেন, নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, মিয়া মো. হারুন, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, অরূপ বড়ুয়া, সি. যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, মো. এরশাদ হোসেন, তৌহিদুল ইসলাম রাসেল, জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, শাহীন পাটোয়ারী, হেলাল হোসেন, সহ সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, সম্পাদক মন্ডলীর সদস্য মুহাম্মাদ সাগির, আজিজুর রহমান মাসুম, এডভোকেট নাজমুল হাসান, গাজী ফারুক, এস এম বখতেয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, সহ সম্পাদক আতিকুর রহমান আতিক, মনোয়ার হোসেন মানিক, মোহাম্মদ হাসান, শাহেদুল ইসলাম শাহেদ, আনোয়ার হোসেন আনু, আরিফ হোসেন, মেজবাহ উদ্দিন মিন্টু, আবুল কালাম, ফারুক হোসেন স্বপন, গুলজার হোসেন মিন্টু, নেজাম উদ্দীন, হোসেন উজ জামান, মিজানুর রহমান দুলাল, মিফতাহ উদ্দীন সিকদার টিটু, মো. ইউসুফ, জাহাঙ্গীর আলম মানিক, সদস্য শাবাব ইয়াজদানী, মাহবুব খান জনি, মো. কলিম উল্লাহ, সোহাগ খান, আবদুল্লাহ আল মামুন, আজিজ চৌধুরী, থানা যুবদলের আহবায়ক শফিউল আজম, বজল আহমেদ, কুতুব উদ্দিন, মোশাররফ আমীন সোহেল, হোসেনে মোবারক রিয়াদ, সদস্য সচিব শওকত খান রাজু, তাজ উদ্দিন তাজু, এজেএম সোহেল, হাবিবুল্লাহ খান রাজু, সারোয়ার হোসেন, সি. যুগ্ম আহবায়ক নুর খান, সাইফুল আলম রুবেল, মোহাম্মদ ইয়াছিন, ওয়ার্ড যুবদলের আহবায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী, সাইফুল আলম, মো. মুজাহিদ, জহিরুল ইসলাম, রাসেল খান, দেলোয়ার হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন