ইসলামী আন্দোলনের কর্মীদের আরও বেশি ত্যাগ ও কুরবানি পেশ করতে হবে: অধ্যক্ষ নুরুল আমিন

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, ছাত্র জনতার জীবনের বিনিময়ে আজ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে। নিহত হয়েছে দেশের আপামর ছাত্র, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, নারী ও শিশুসহ অসংখ্য মানুষ তাদের এই আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ আজ এক নতুন দিনের প্রত্যাশায় যাত্রা শুরু করেছে। তাদের এই আত্মত্যাগের পরিপূর্ণ সফল করতে আমরা ঐক্যবদ্ধ। সে জন্য ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ত্যাগ-কুরবানি পেশ করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার ৩৬ নম্বর গোসাইলডাঙা ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৩৬ নম্বর গোসাইলডাঙা ওয়ার্ড আমীর জাকের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বন্দর থানা জামায়াতের আমীর আবু জোবায়ের, থানা নায়েবে আমীর আহমদ উল্লাহ, থানা সেক্রেটারি মুহাম্মদ ইকবাল শরীফ, জামায়াত নেতা আহমদ উল্লাহ, ওয়ার্ড সেক্রেটারি মাওলানা আব্দুল আলীম, কামারুজ্জামান, শামসুল আলম প্রমুখ।

 

মন্তব্য করুন