
দীঘিনালা (খাগড়াছড়ি) সংবাদদাতা: পলাতক ১নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাকি আক্তার আজ (রবিবার) দুপুর ২ টায় তার দুই মেয়েসহ সিএনজি যোগে উপজেলা পরিষদে আসার খবর পেয়ে স্থানীয় জনগন তার বিরুদ্বে বিক্ষোভ মিছিল করেন। চেয়াম্যান লাকি আক্তারের বিরুদ্বে সেচ্ছাসেবক দলের নেতা রবিউল হত্যার নির্দেশদাতাসহ নানা অনিয়ম,দূর্নীতি ও দলীয় প্রভাব খাটিয়ে মানুষকে হয়রানি, জায়গাজমি জবর দখল ও পক্ষপাতী বিচার করার অভিযোগে বিক্ষুব্ধ জনতা তার বিচারের দাবীতে বিক্ষোভ করেন উপজেলা পরিষদ চত্বরে । উপজেলা পরিষদের সামনে স্থানীয় জনগন নানা স্লোগান দিয়ে বিচারের দাবী জানান।পরে সে এখান থেকে পালিয়ে যান বলে শোনা যায়।এবিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী হাবিবুল্লাহ (রানা) বলেন সে সৈরাচারী সরকারের বিনা ভোটের মাধ্যমে চেয়ারম্যান হয়ে মানুষকে নানাভাবে হয়রানি, জমি দখল ও অবৈধ প্রভাব খাটিয়ে সরকারি অর্থ লোপাট করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জানান সে উপজেলা পরিষদে আসছে শুনে ভুক্তভোগী জনগন তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বলেন সে আসছে লোকমুখে শুনেছি। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোং নুরুল হক বলেন আমিও শুনেছি লাখি চেয়ারম্যান উপজেলা পরিষদে আসছে তবে আমি দেখিনি।