এমডি প্রকৌশলী আবু সাকলাইনের আপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন

নিউজগার্ডেন ডেস্ক: ছাত্র-জনতা হত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনা পিএস কে এম সালাউদ্দিনের আত্মীয় কেজিডিসিএল এমডি প্রকৌশলী আবু সাকলাইনের আপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন। আজ ১৯ আগস্ট সকালে চট্টগ্রাম নগরীর ষোলশহর কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশন কোম্পানি লি: এর প্রধান কাযালয়ের সামনে এমডি প্রকৌশলী আবু সাকলাইনের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শতশত গ্রাহকেরা।

মানববন্ধনে অভিযোগ করেন কেজিডিসিল এমডি প্রকৌশলী আবু সাকলাইন ক্ষমতা অপব্যহার করে শত শত কোটি টাকার অনিয়ম দুর্নীতি অবৈধ সংযোগ দেন। স্বেরাচারী শেখ হাসিনার পিএস কে এম সালাউদ্দিনের আত্মীয় হওয়ায় প্রভাব খাটিয়ে অনিয়মে জড়িয়ে পড়েন। তাকে দ্রুত অপসারণ এবং শাস্তি দিয়ে কেজিডিসিএলকে অনিয়ম দুর্নীতির হাত থেকে রক্ষা করতে মাননীয় প্রধান উপদেষ্টাসহ জ্বালানি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে। এসময় গ্রাহকদের পক্ষে থেকে বক্তব্য রাখেন ওবায়দুর রহমান, মো সেলিম, মো আসিফ, মো মাহফুজ, আবু বক্করসহ শতশত সাধারণ গ্রাহক।
বক্তারা বলেন, চট্টগ্রামের ৩০ হাজার গ্রাহক গ্যাস লাইনের সংযোগ পায়নি। দীর্ঘ ১৫ বছর যাবৎ কর্ণফুলী গ্যাস কোম্পানী ৩০ হাজার গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে বিমাতাসুলভ আচরণ করে চলেছে। কিন্তু কেজিডিসিল এমডি প্রকৌশলী আবু সাকলাইন ক্ষমতা অপব্যহার করে শত শত কোটি টাকার অনিয়ম দুর্নীতি অবৈধ সংযোগ দেন। গ্রাহকেরা সংযোগ পায় না।

মন্তব্য করুন