
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আওয়ামী ফ্যাসিবাদের উচ্ছিষ্ট নির্মূলে সর্বাত্মকভাবে অন্তর্র্বর্তীকালীন সরকারের পাশে থাকবে বলে জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শুক্রবার বিকালে নাজিরহাটের মাস্টার কমিউনিটি সেন্টারে নাজিরহাট জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে বিজয় এসেছে। এই বিজয়ে নেতৃত্ব দিয়েছেন ছাত্র-জনতা। তাদের আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে। ফ্যাসিবাদী শক্তি দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমাদের দেশ থেকে জালেম সরকার পালিয়েছে। ফ্যাসিবাদের উচ্ছিষ্ট নির্মূলে অন্তর্র্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে।
নাজিরহাট পৌরসভার আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারি বায়েজিদ হাসান মুরাদের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন আজাদ, ফটিকছড়ি থানা আমীর মাস্টার নাজিম উদ্দীন শিকদার, ফটিকছড়ি থানা নায়েবে আমীর অ্যাডভোকেট ইসমাইল গণি, এডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, ফটিকছড়ি থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, ছাত্রশিবিরের পূর্ব জেলার সভাপতি রাশেদুল ইসলাম চৌধুরী প্রমুখ।