নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম ওয়াসার মহা দুর্নীতিবাজ আওয়ামী দালাল এমডি এ.কে. এম ফজলুল্লার চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল এবং ওয়াসার পানি চুরি, বিভিন্ন প্রকল্পে হরিলুটসহ দুর্নীতির মূল উৎপাটনের লক্ষ্যে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে আগামী ৫ সেপ্টেম্বর (বৃস্পতিবার) সকাল ১০ টায় সিটিজেন রাইটস ফোরাম সেন্ট্রাল কমান্ড কাউন্সিলের উদ্যোগে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসমূহ এবং পেশাজীবীসহ সর্বস্তরের জনগণকে নিয়ে চট্টগ্রাম ওয়াসা ভবন ঘেরাও করা হবে। ইতোমধ্যেই নিউজগার্ডেন, গ্রিন গ্লোবাল ফেলোশিপ, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম চট্টগ্রাম মহানগর, স্বাধীন জ্ঞান চর্চা কেন্দ্র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড শাখা, বীজয়ের সাহসী প্রজন্ম-৭১, নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি চট্টগ্রামসহ বিভিন্ন সংগঠন ঘেরাওয়ে উপস্থিত থাকার সম্মতি প্রদান করেছেন।
লুটেরা, স্বৈরাচারী সরকারের পতনের পর দেশপ্রেমিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় এক মাস অতিবাহিত হওয়ার পরেও একজন মহা দুর্নীতিবাজ আমলা কিভাবে এখনো চুক্তিভিত্তিক নিয়োগে চলমান থাকতে পারে তা চরম বিস্ময় বলে মনে করছি। যে সময়ে লুটপাটকারীরা কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার বা পালিয়ে বেড়াচ্ছে সেই সময়ে লুটেরা, মাফিয়া সরকারের পাচাটা এজেন্ট ফজলুল্লা কোন যাদুমন্ত্র বলে এখনও চট্টগ্রাম ওয়াসার এমডি পদে বহাল থাকে? তা চট্টগ্রামবাসীর প্রশ্ন।
পানি চোর, প্রকল্পের পর প্রকল্প হাতে নিয়ে লুটপাটের মহোৎসব পরিচালনাকারী, চরম দুর্নীতিবাজ, আওয়ামী স্বৈরাচার সরকারের ১৪ বছরের এই সেবাদাস কার খুঁটির জোরে এখনও বহাল তবিয়তে টিকে আছে তা চট্টগ্রামবাসী জানতে চায়?
চট্টগ্রামবাসী একজোট- পানি চোর ফজলুল্লা হঠাও। চট্টগ্রামবাসী একজোট- দুর্নীতিবাজ ফজলুল্লা হঠাও।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে আওয়ামী স্বৈরাচারের দালাল, লুটপাটের দোসর ফজলুল্লাকে ওয়াসার এমডি পদ থেকে ছাঁটাই করার চূড়ান্ত আলটিমেটাম ঘোষণা করা হয়। ফজলুল্লাকে বরখাস্ত করার পর গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে সিটিজেন রাইটস ফোরাম সেন্ট্রাল কমান্ড কাউন্সিলসহ সকল সংগঠনের পক্ষ থেকে চট্রগ্রামবাসীকে সঙ্গে নিয়ে আগামী ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় ওয়াসা ভবন ঘেরাও সহ ব্যাপক প্রতিরোধ গড়ে তোলা হবে। উক্ত কর্মসূচিতে সকল সচেতন পেশাজীবী ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে মহা দুর্নীতিবাজ ফজলুল্লার কবল থেকে চট্টগ্রাম ওয়াসকে মুক্ত করার উদাত্ত আহবান জানানো হয়।