নিউজগার্ডেন ডেস্ক: আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট এর স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট এর (২০২৪-২০২৫) সেবাবর্ষের নব-গঠিত কমিটিতে লিও রবিন হালদার প্রেসিডেন্ট ও লিও আশরাফ হোসেনক সেক্রেটারি ঘোষণা করে ৩০ সদস্যের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেন লিও ক্লাব এডভাইসর লায়ন মোঃ আশিকুল আলম আশিক।
পূর্নাঙ্গ কমিটির অন্যান্যরা হলেন, কো- এডভাইসর লায়ন আকিব মোঃ আসিফুল আলম, ক্লাব ডিরেক্টর লিও রফিক , লিও লিও বোরহান ,লিও সরন, আইপিপি লিও সাজ্জাদ, ভাইস প্রেসিডেন্ট লিও রাহাত , লিও হাবিব, লিও মুনা, লিও মেসকাত, লিও পার্থ, লিও মারুফ, সিনিয়র প্রেসিডেন্ট এডভাইজর লিও ফরহাদ, লিও নাঈম, লিও রাফি, প্রেসিডেন্ট এডভাইজর লিও মামুন, লিও রেজা, জয়েন্ট সেক্রেটারি (এডমিন) লিও নূর হোসাইন,জয়েন্ট সেক্রেটারি (প্রজেক্ট) লিও অনিমেষ, লিও সানজানা, লিও বাসেত, ট্রেজারার লিও বিশাল দাশ, জয়েন্ট ট্রেজারার (এডমিন) লিও হাসান, জয়েন্ট ট্রেজারার (প্রজেক্ট) লিও জাবি , লিও সায়েদ, লিও রাসেল,টেইল টুইস্টার লিও স্রীকান্ত , লিও জয়েন্ট টেইল টুইস্টার (এডমিন) হাবিবুল , জয়েন্ট টেইল টুইস্টার (প্রজেক্ট) লিও আতিক, লিও ইমরান, লিও শামসুদ্দিন,লিও সারওয়ার, টেমার লিও অভি, জয়েন্ট টেমার (এডমিন) লিও সুমিত, জয়েন্ট টেমার (প্রজেক্ট) লিও রমিজ, লিও ইসলাম, সিস্টার কো-অর্ডিনেটর লিও সুমাইয়া, জয়েন্ট সিস্টার কো-অর্ডিনেটর লিও তাহমিনা, লিও মৃত্তিকা, আইটি সাপোর্ট কো-অর্ডিনেটর লিও আলি আজগর, কালচারাল চেয়ারম্যান লিও আকিল, কালচারাল কো-অর্ডিনেটর লিও ইমরান , প্রেস এন্ড পাবলিকেশন লিও তন্ময় , এক্সিকিউটিভ মেম্বার লিও মুনতাসীর,লিও মাসুদ , লিও মাশফিক , লিও মুসকান ও ফাতিহা প্রমুখ।