নিউজ ডেস্ক

পুটিবিলার সুবিধাবাদী পার্টির সভাপতির যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী

নিউজগার্ডেন ডেস্ক: যখন যে সরকার ক্ষমতায় আসে কৌশলে সে সরকারের ছত্রছায়ায় ঢুকে পড়ে সুবিধাবাদী পার্টির সভাপতি। একসময় জামাতে ইসলামীর রাজনীতি করতো, পরে আওয়ামী লীগ। সরকার পরিবর্তনের সাথে সাথে আবার দলবদল করে জামাতের পেছনে, তাকে সুবিধা পার্টির সভাপতি হিসেবে চিনে এলাকার লোকজন। কখনো জামাত শিবিরের ছত্রছায়ায়, কখনো আওয়ামী লীগের এভাবেই একের পর এক অপকীর্তি চালিয়ে যাচ্ছে সুবিধাবাদী পার্টির সভাপতি।

চট্টগ্রামের লোহাগড়া থানার অন্তর্গত পুটিবিলা ইউনিয়নের ঐ সুবিধাবাদী পার্টির সভাপতি দীর্ঘদিন যাবৎ তার অপছন্দের মানুষগুলোর সাথে বৈরি আচরণ, হামলা -মামলাসহ সন্ত্রাসী সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হুজুরের লেবাসধারী, সুবিধা পার্টির সভাপতি এলাকার নিরীহ জনগণকে জুলুম, অত্যাচার, মামলা -মামলা ও হুঙ্কারের চিত্র দেখতে একটু নজর দিই ১২ আগস্ট ২০২৪ তারিখের বিকেল ৫ টার দিকে।

লোহাগাড়া পুটিবিলা জিএম সিকদার পাড়া গ্রামের আব্দুল মতলব-এর পুত্র সহজ-সরল ও খেটে খাওয়া মানুষ আবদুর রহিম (৪৬)। স্বৈরশাসক পতনের এক সপ্তাহের মাথায় অর্থাৎ ১২ আগস্ট দিনে-দুপুরে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, ধারালো কিরিচ, লোহার রড ও গাছের বাটাম দিয়ে আক্রমণ করে। আব্দুর রহিম এবং তার ছোট ভাই মুজিব ও আব্বাসকে মাথা ফাটিয়ে রক্তাক্ত জকম করে তার বাড়িতে গিয়ে তাঁকে, তার পরিবার ও কাছাকাছি অবস্থান করা স্বজনের হামলা করে রক্তাক্ত করে।

মন্তব্য করুন