
নিউজগার্ডেন ডেস্ক: তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা চট্টগ্রাম শাখার শিক্ষার্থীদের ২০২৪ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২৫ সেপ্টেম্বর ২৪ (বুধবার) অনুষ্ঠিত হয়।
নগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত উক্ত অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ্ ফাউন্ডেশন’র চেয়ারম্যান জনাব হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান প্রফেসর ইমেরিটাস ও সাবেক ভাইস চ্যান্সেলর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এসময় আরো উপস্থিত ছিলেন ড. আতিক উল্লাহ ,আ.ন.ম রাশিদুল ইসলাম সায়েম, ড. শফিউল্লাহ কুতুব।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের প্রত্যক শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার শিক্ষিত করতে হবে শুধু পাঠ্য পুস্তকের পড়া পড়লেই হবে না সেই সাথে পাঠ্য পুস্তকের বাইরে জ্ঞানমূলক বই পড়ে নিজেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এবং পুঁথিগত শিক্ষার শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা আর্জন করে দেশ জাতির কল্যানে কাজ করতে হবে। আলোকিত মানুষ গড়ে তোলার প্রত্যয়ে প্রতিষ্ঠিত তানযীমুল উম্মাহ্ মাদরাসা।
প্রধান বক্তা বলেন ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার বলেন, শিক্ষার মাধ্যমে শিশুদের সুনাগরিক গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে চট্টগ্রাম ও সর্বোপরি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে স্মার্ট বাংলাদেশ বির্নিমান শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে, শিক্ষার্থীরা গড়বে সোনার বাংলা।
এসময় উপস্হিত ছিলেন মাদরাসা’র প্রিন্সিপাল মোহাম্মদ হাবিবুর রহমান, সফিউল আলম কো অর্ডিনেটর, ফজলুল কাদের জাভেদ শাখা প্রধান সহ মাদরাসা’র শিক্ষক শিক্ষার্থী অবিভাবক বৃন্দ।